পটুয়াখালীর বাউফলে দুইটি ধর্ষণ মামলার পলাতক আসামি হোসেন হাওলাদার ও রিয়াজ মুন্সিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার দাশপাড়া ও কালাইয়া ইউনিয়নে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে হোসেন হাওলাদার (২৮) কালাইয়া ইউনিয়নের সেলিম হাওলাদারের ছেলে এবং রিয়াজ মুন্সি (৩৭) দাশপাড়া ইউনিয়নের বারেক মুন্সির ছেলে।
পুলিশ জানায়, ১৬ বছর বয়সী এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে হোসেন হাওলাদারকে গ্রেপ্তার করা হয়েছে। পরিবারের সদস্যরা কাজে বাইরে থাকার সুযোগে সে কিশোরীকে ধর্ষণ করে। এ ঘটনা দেখে কিশোরীর মা ও ফুফু প্রতিবাদ করলে তাদেরও মারধর করা হয়।
এ ঘটনায় ভিকটিমের ভাই গত ৮ ফেব্রুয়ারি বাউফল থানায় মামলা দায়ের করেন। ঘটনার দিনই পুলিশ অভিযুক্ত হাসান ও তার বাবা সেলিম হাওলাদারকে গ্রেপ্তার করলেও মূল আসামি হোসেন পলাতক ছিলেন। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় আজ সকালে তাকে গ্রেপ্তার করা হয়।অন্যদিকে, ২০২০ সালে এক নারীকে জোরপূর্বক ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি রিয়াজ মুন্সিকে গোপন সংবাদের ভিত্তিতে ভোরে দাশপাড়া ইউনিয়ন থেকে গ্রেপ্তার করা হয়।
বাউফল থানার ওসি মো. কামাল হোসেন বলেন, "পৃথক দুটি ধর্ষণ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতে সোপর্দ করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।"
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]