শিরোনাম

চাচার লাঠির আঘাতে ভাতিজা নিহত

চাচার লাঠির আঘাতে ভাতিজা নিহত

পটুয়াখালীর গলাচিপায় জমি নিয়ে বিরোধের জেরে চাচার লাঠির আঘাতে শামীম সিকদার (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন। শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে উপজেলার রদনদী তালতলী ইউনিয়নের গ্রামর্দন গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শামীম সিকদার গ্রামর্দন গ্রামের ওয়াজেদ সিকদারের ছোট ছেলে এবং পেশায় একজন বোরাক চালক ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, কুদ্দুস সিকদার তার চাচাতো ভাই ওয়াজেদ সিকদারের সঙ্গে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধে ছিলেন। আদালতের নির্দেশে ওই জমিতে ১৪৪ ধারা জারি করা হয়েছিল। তবে কুদ্দুস সিকদার ও তার ছেলে এনায়েত সিকদারসহ কয়েকজন আইন অমান্য করে জমিতে প্রবেশ করেন এবং ঘর তুলতে গেলে ওয়াজেদ সিকদার বাধা দেন।

এ সময় কুদ্দুস সিকদার ও তার পক্ষের লোকজন লাঠিসোটা নিয়ে ওয়াজেদ সিকদার, তার ছেলে শামীম সিকদার ও রেজাউল সিকদারের ওপর হামলা চালান। এতে তিনজন গুরুতর আহত হন। পরে তাদের গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

আশঙ্কাজনক অবস্থায় শামীম সিকদার ও ওয়াজেদ সিকদারকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং রেজাউল সিকদারকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে শামীম সিকদার মারা যান। ওয়াজেদ সিকদারের অবস্থাও আশঙ্কাজনক।

নিহতের স্ত্রী আয়শা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন,
“আমার দুই ছেলে জুনায়েত (৪) ও দেড় বছরের জুম্মানকে নিয়ে কিভাবে থাকব? আমি কি আমার স্বামীর বিচার দেখতে পারব?”

গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশাদুর রহমান জানান,
“এখনো নিহতের লাশ ঢাকা থেকে গলাচিপায় পৌঁছেনি। ভুক্তভোগী পরিবার মামলা দায়ের করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে অভিযুক্তদের ধরতে অভিযান চালানো হচ্ছে

আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button