গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে আজ দেশের সর্ববৃহৎ জুমার নামাজ অনুষ্ঠিত হচ্ছে। লাখো মুসল্লির অংশগ্রহণে ইজতেমা ময়দান ধর্মপ্রাণ মুসল্লিদের সমাগমে পরিপূর্ণ হয়ে উঠেছে।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত এই বিশেষ জুমার নামাজে ইমামতি করছেন মাওলানা স্বাদ কান্ধলভীর বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ। ইজতেমার নিজামউদ্দিন অনুসারী দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বৃহৎ জুমার নামাজের জন্য সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। দুপুর দেড়টায় খুতবা শুরু হবে, এরপর মুসল্লিরা জুমার নামাজ আদায় করবেন।
শুক্রবার সকাল ৮টা ১৫ মিনিটে বিশ্ব ইজতেমা ময়দানে পৌঁছান মাওলানা ইউসুফ বিন সাদ ও তার ছোট ভাই মাওলানা ইলিয়াস বিন সাদ। ময়দানে প্রবেশের পর তারা দীর্ঘ দোয়া করেন। এসময় উপস্থিত মুসল্লিরা আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন।
বিশ্ব ইজতেমার এই বৃহৎ জামাতে অংশ নিতে দেশ-বিদেশের মুসল্লিরা টঙ্গীতে সমবেত হয়েছেন। সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীও তৎপর রয়েছে।
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: officialcrimezone24@gmail.com