প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ফোনে কথা বলেছেন টেসলা ও স্পেসএক্সের মালিক ইলন মাস্ক। ফোনালাপের সময় তার পাশে ছিলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় রাত ৯টায় এই কথোপকথন হয়। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার। তবে আলোচনার বিস্তারিত এখনও প্রকাশ করা হয়নি।
প্রধান উপদেষ্টা ড. ইউনূস বর্তমানে দুবাইয়ে অবস্থান করছেন। তিনি ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট ২০২৫-এ অংশ নিতে দুই দিনের সফরে সেখানে গেছেন। আমিরাতের উপ-রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শেখ মুহাম্মাদ বিন রাশিদ আল মাখতুমের আমন্ত্রণে তিনি এই সম্মেলনে যোগ দিচ্ছেন।
সম্মেলনে বৈশ্বিক অংশীদারত্ব ও সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হবে। প্রধান উপদেষ্টার অংশগ্রহণে আন্তর্জাতিক চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশের দৃষ্টিভঙ্গি তুলে ধরা হবে বলে আশা করা হচ্ছে।
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]