মৎস্য সম্পদ রক্ষায় বরিশালের বিভিন্ন নদীতে বিশেষ চিরুনি অভিযান চালিয়েছে বাংলাদেশ নৌবাহিনী। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) খুলনা নৌ অঞ্চলের অধীনে বরিশালের ভাষানচর, কালাইয়া, মেহেন্দিগঞ্জ, লাহারহাট ও কীর্তনখোলা নদীতে এই অভিযান পরিচালিত হয়।
অভিযান শেষে বানৌজা শহীদ আকতার উদ্দিনের অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার শেখ মাহমুদুল হাসান জানান, সরকার ঘোষিত বিশেষ কম্বিং অপারেশন আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। উপকূলীয় নদী ও জলাশয় থেকে নিষিদ্ধ জাল অপসারণে নৌবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সম্মিলিত উদ্যোগ চলছে।
অভিযানে বাংলাদেশ নৌবাহিনীর বিশেষ টিম, জেলা প্রশাসন ও স্থানীয় মৎস্য অধিদপ্তরের প্রতিনিধিরা অংশ নেন। এ সময় দুই লাখ ৬৫ হাজার মিটার কারেন্ট জাল, ২,৪০০ মিটার বেহুন্দি জাল ও ১,৫০০ মিটার চরঘেরা জাল জব্দ করা হয়, যার বাজারমূল্য প্রায় ৭১ লাখ টাকা।
নৌবাহিনীর সদস্যরা অভিযানের পাশাপাশি সচেতনতামূলক প্রচারণাও চালান, যাতে জেলেরা অবৈধ জালের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন হন। উদ্ধার করা জাল বরিশালের চরকাউয়া এলাকায় পুড়িয়ে ধ্বংস করা হয়, এবং জব্দকৃত মাছ দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়।
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]