দেশের আটটি বিভাগীয় শহরে বুধবার (১২ ফেব্রুয়ারি) থেকে ট্রাকযোগে টিসিবির পণ্য বিক্রির কথা থাকলেও বরিশালে কার্যক্রম শুরু হয়নি।
সকালে নগরীর বিভিন্ন এলাকায় নিম্ন আয়ের মানুষ টিসিবির ট্রাকের জন্য অপেক্ষা করলেও দীর্ঘ সময় পর কোনো ট্রাক না পেয়ে হতাশ হয়ে ফিরে যান। দিনমজুররা কাজ ফেলে অপেক্ষায় থাকলেও পণ্য না পাওয়ায় তারা বিপাকে পড়েন।
গত কয়েকদিন ধরে বিভিন্ন গণমাধ্যমে ৮ বিভাগীয় শহরে টিসিবির ট্রাকসেল কার্যক্রম শুরুর খবর প্রচার হলেও বরিশালে এর কোনো বাস্তবায়ন হয়নি।
এ বিষয়ে বরিশাল আঞ্চলিক দপ্তরের সহকারী পরিচালক জানান, এখনো কোনো দাপ্তরিক নির্দেশনা হাতে পাননি। তবে ট্রাকসেল শুরুর জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। নগরীর ৩০টি ওয়ার্ডে কতটি ট্রাক ও কী ধরনের পণ্য বিক্রি হবে, সে সম্পর্কেও তিনি কিছু বলতে পারেননি।
উল্লেখ্য, পাশের খুলনা বিভাগীয় সদরে মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) থেকেই টিসিবির পণ্য বিক্রি শুরু হয়েছে এবং বাণিজ্য উপদেষ্টা সেখানে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম উদ্বোধন করেছেন।
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]