হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৪ কোটি টাকার সোনাসহ এক যাত্রীকে গ্রেপ্তার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকালে সৌদি আরব থেকে আসা হাবিবুর রহমান নামে এক যাত্রীর হ্যান্ডব্যাগ ও লাগেজ থেকে ৩২৮৯ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়। এর বাজারমূল্য প্রায় ৩ কোটি ৯৬ লাখ টাকা।
কাস্টমস গোয়েন্দা সূত্র জানায়, সকালে সাউদিয়া এয়ারলাইন্সে আসা যাত্রী হাবিবুর রহমানকে নজরদারিতে রাখা হয়। ব্যাগ সংগ্রহ করে গ্রীন চ্যানেল পার হওয়ার সময় তার দেহ ও ব্যাগ তল্লাশি করা হয়। এ সময় হ্যান্ডব্যাগে ২৯৯ গ্রাম এবং লাগেজের তিনটি ব্লেন্ডারের ভেতরে লুকানো ৬টি স্বর্ণপিন্ড উদ্ধার করা হয়, যার ওজন ২৯৯০ গ্রাম।
উদ্ধারকৃত স্বর্ণ কাস্টম হাউসের শুল্ক গুদামে জমা দেওয়া হয়েছে। হাবিবুর রহমানের বিরুদ্ধে মামলা করে তাকে থানায় সোপর্দ করা হয়েছে।
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]