প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৯, ২০২৫, ৯:২১ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১০, ২০২৫, ১১:০০ পি.এম
ঢাবির কিছু শিক্ষক ‘ফ্যাসিবাদের দালাল’ প্রমাণে ব্যস্ত ছিল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কিছু শিক্ষক গত ১৫ বছর ধরে ফ্যাসিবাদের দালাল হিসেবে কাজ করেছেন বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। তবে তিনি বলেছেন, কিছু শিক্ষক ন্যায়বিচার ও গণতন্ত্রের পক্ষে ছিলেন।
সোমবার (১০ ফেব্রুয়ারি) ঢাবির ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) আয়োজিত ‘দ্য হিরোজ অব ঢাকা ইউনিভার্সিটি’ সম্মাননা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিগত ১৫ বছরে নির্যাতনের ইতিহাস সঠিকভাবে লিপিবদ্ধ হওয়া উচিত। বিশ্ববিদ্যালয় প্রশাসন এসব ঘটনার বিচার নিশ্চিত করতে কোনো ভূমিকা রাখেনি।”
তিনি আরও বলেন, “আমরা আইনের ভিত্তিতে আওয়ামী লীগকে দল হিসেবে কাঠগড়ায় দাঁড় করাবো। আমরা চাই, তারা যেন ভবিষ্যতে এই নামে রাজনীতি করতে না পারে।”
বিশ্ববিদ্যালয়ে অতীতের নির্যাতনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, “বিগত সময়ে ক্যাম্পাসে ভয়ের সংস্কৃতি চালু করা হয়েছিল, যাতে কেউ প্রতিবাদ করতে না পারে। আমরা চাই, এসব ঘটনার সঠিক তদন্ত হোক।”
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানসহ বিভিন্ন শিক্ষক ও ছাত্র সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]
© ক্রাইম জোন ২৪।। Crime Zone 24