বরিশালে মহানগর মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবিনা ইয়াসমিন সোমা গ্রেপ্তার হয়েছেন। রবিবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর পুলিশ লাইন রোড থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বরিশাল নগর গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর ছগির হোসেন এ বিষয়টি নিশ্চিত করেছেন।
গোয়েন্দা পুলিশ জানায়, সাবিনা ইয়াসমিন সোমার বিরুদ্ধে বরিশাল বিএনপির অফিসে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ রয়েছে। তাকে গ্রেপ্তারের পর আদালতে সোপর্দ করা হলে বিচারক সোমাকে জেল হাজতে পাঠান।
এছাড়া, গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার সাথে সংঘর্ষের পর সারাদেশে যৌথ বাহিনী 'ডেভিল হান্ট' অভিযান শুরু করেছে। বরিশাল নগরীতেও শনিবার দিবাগত রাতে অভিযান শুরু হয় এবং অভিযানিক টিম বাড়ানো হয়েছে। বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার শফিকুল ইসলাম জানিয়েছেন, ডেভিল হান্ট অপারেশন এখনও শুরু হয়নি, তবে যৌথ বাহিনীর সাথে সভা শেষে এর বিস্তারিত জানানো হবে।
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]