অমর একুশে বইমেলার ১০ম দিন ছিল সোমবার (১০ ফেব্রুয়ারি)। এই দিন মেলায় যোগ হয়েছে আরও ৮৪টি নতুন বই। ফলে প্রথম দশ দিনে প্রকাশিত বইয়ের সংখ্যা দাঁড়িয়েছে ৭৪২টিতে। এই তথ্য জানিয়েছে বাংলা একাডেমির জনসংযোগ বিভাগ।
সোমবার মেলা শুরু হয় বিকেল ৩টায়। এরপর বিকেল ৪টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় আলোচনা অনুষ্ঠান ‘ড. মনিরুজ্জামানের সময়রেখা : ভাষাবিজ্ঞানের ত্রিকালদর্শী পরিব্রাজক’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। এতে প্রবন্ধ উপস্থাপন করেন মাশরুর ইমতিয়াজ। আলোচনায় অংশ নেন সালমা নাসরীন এবং মামুন অর রশীদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক মনসুর মুসা।
ড. মনিরুজ্জামান সম্পর্কে বক্তারা বলেন, তিনি ভাষাবিজ্ঞানের জগতে কেবল সরলরৈখিকভাবে এগোননি, বরং অতীতের ভাষিক নিরীক্ষা এবং ভবিষ্যতের ভাষা-গবেষণার সম্ভাবনার দিকেও নজর দিয়েছেন। তার গবেষণার গভীরতা এবং উপভাষা বিশ্লেষণে অবদানের জন্য তিনি বিশেষভাবে খ্যাত। আধুনিক বিজ্ঞানমনস্ক দৃষ্টিভঙ্গি নিয়ে বাংলা উপভাষার উচ্চারণ, ব্যাকরণ এবং শব্দের বৈচিত্র্য তুলে ধরেছেন তিনি।
অধ্যাপক মনসুর মুসা তার বক্তব্যে বলেন, শৈশব থেকে উপভাষার সংস্পর্শে আসা ড. মনিরুজ্জামান ভাষাবিজ্ঞানের বিভিন্ন দিক নিয়ে গবেষণা করেছেন, যা ভবিষ্যতের গবেষকদের জন্য দিকনির্দেশনা হিসেবে কাজ করবে।
লেখক বলছি মঞ্চে নিজেদের নতুন বই নিয়ে আলোচনা করেন কুদরত-ই-হুদা এবং হিজল জোবায়ের। সাংস্কৃতিক অনুষ্ঠানে পরিবেশনা করে আরশিনগর বাউল সংঘ, নৃত্য সংসদ এবং বিরোহী শিল্পীগোষ্ঠী। এছাড়াও গান পরিবেশন করেন আব্দুল লতিফ শাহ, বাউল সুভাষ বিশ্বাস, আবুল কালাম আজাদ, সাধিকা সৃজনী তানিয়া, এলাহী মাসুদ, কাজী দেলোয়ার হোসেন, এ টি এম গোলাম মোস্তফা, পিয়াল হাসান এবং শামিমা সুলতানা।
মঙ্গলবার বইমেলার ১১তম দিন। মেলা শুরু হবে বিকেল ৩টায় এবং চলবে রাত ৯টা পর্যন্ত। বিকেল ৪টায় মূলমঞ্চে অনুষ্ঠিত হবে ‘জীবন ও সাহিত্য : শাহেদ আলী’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করবেন শিবলী আজাদ। আলোচনায় অংশ নেবেন নাজিব ওয়াদুদ এবং মোস্তাক আহমাদ দীন। সভাপতিত্ব করবেন চঞ্চল কুমার বোস।
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]