বলিউড অভিনেতা সাইফ আলি খান আবারও হাসপাতালে গিয়েছেন। তবে এবার কোনো গুরুতর অসুস্থতার কারণে নয়, বরং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাতে।
গত মাসে আততায়ীর ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছিলেন সাইফ। তখন পাঁচদিন হাসপাতালে ছিলেন তিনি। সেই ঘটনার পর থেকেই তার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
রোববার (৯ ফেব্রুয়ারি) মুম্বাইয়ের এক হাসপাতালে কড়া নিরাপত্তার মধ্যে তাকে প্রবেশ করতে দেখা যায়। এসময় তার পরনে ছিল সাদা টি-শার্ট, চোখে রোদচশমা এবং ব্যাকব্রাশ করা চুল।
তবে এদিনও তার সঙ্গে ছিলেন না স্ত্রী কারিনা কাপুর। গতবার হাসপাতালে ভর্তির সময়ও তিনি সঙ্গে ছিলেন না, যা নিয়ে বলিউডে নানা জল্পনা তৈরি হয়েছে।
চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, সাইফকে মানসিক চাপ এড়িয়ে চলতে ও নিয়মিত চেকআপ করতে বলা হয়েছে। সেই পরামর্শ মেনেই হাসপাতালে গিয়েছেন এই অভিনেতা।
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]