জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দোকানিদের কাছে চাঁদা দাবির অভিযোগ


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা চলাকালে ভ্রাম্যমাণ ফুচকা-চটপটির দোকানিদের কাছ থেকে চাঁদা দাবি করার অভিযোগ উঠেছে শাখা ছাত্রদলের কিছু নেতাকর্মীর বিরুদ্ধে।
রোববার (৯ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকায় বেশ কয়েকটি দোকান থেকে চাঁদা দাবি করা হয় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী দোকানিরা।
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীদের অভিযোগ, ছাত্রদলের কয়েকজন নেতা-কর্মী দোকানিদের কাছে গিয়ে জানান, পরীক্ষা চলাকালে তাদের ব্যবসা চালাতে হলে প্রতিদিন নির্দিষ্ট পরিমাণ টাকা দিতে হবে। দোকানিরা অস্বীকৃতি জানালে অভিযুক্তরা পরে এসে টাকা নেওয়ার হুমকি দেন।
দলীয় নেতাকর্মীদের মধ্যেই বিষয়টি জানাজানি হলে সন্দেহভাজনদের ছবি দেখিয়ে দোকানদারদের জিজ্ঞাসাবাদ করা হয়। এতে অর্থনীতি বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী ও শাখা ছাত্রদলের সদস্য গোলাম রাব্বানী অর্নবকে শনাক্ত করেন দোকানিরা।
তবে গোলাম রাব্বানী অর্নব এসব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, “এগুলো মিথ্যা। যদি কেউ আমার নাম করে এমন কিছু করে থাকে, তাহলে আমি কী করব?”
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।