মেঘনা নদীতে ইলিশ ধরতে গিয়ে কালু মাঝি নামে এক জেলের জালে ধরা পড়েছে ৮৪ কেজি ওজনের বিশাল শাপলা পাতা মাছ। জীবনে প্রথমবার এত বড় মাছ পেয়ে উচ্ছ্বসিত তিনি।
রোববার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার পাটওয়ারীর হাট মাছ ঘাটে মাছটি নিলামে তোলা হলে ৪৬ হাজার টাকা পর্যন্ত দাম ওঠে। তবে স্থানীয়দের অনুরোধে পরবর্তীতে মাছটি কেটে কেজি দরে বিক্রি করা হয়।
ঘাটের আড়ৎদার মোহাম্মদ লিটন জানান, রামগতি উপজেলার চর আবদুল্লাহ এলাকায় ইলিশ ধরতে গিয়ে মাছটি ধরা পড়ে। নৌকায় থাকা জেলেরা অনেক কষ্টে জাল টেনে বিশাল মাছটি তুলে আনেন। পরে বাঁশে বেঁধে কাঁধে করে মাছটি ঘাটে নিয়ে আসা হয়।
এত বড় মাছ পেয়ে কালু মাঝি ও অন্যান্য জেলেরাও অত্যন্ত আনন্দিত। স্থানীয়রা মাছটি দেখতে ভিড় জমায়।
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]