গাজীপুরের একটি পোশাক কারখানার শ্রমিকরা দুই মাসের বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন। রোববার (৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টায় তারা সড়কটি আটকে দেন এবং শেষ খবর পাওয়া পর্যন্ত (সোমবার রাত ১২টা ৩০) অবরোধ অব্যাহত ছিল।
গাজীপুর মহানগরীর গাছা থানার হারিকেন এলাকায় অবস্থিত সেলফ ইনোভেশন ফ্যাশন লিমিটেড নামের কারখানার শ্রমিকরা জানান, বারবার আশ্বাস দেওয়া হলেও তাদের বেতন পরিশোধ করা হয়নি। তাই বাধ্য হয়ে তারা মহাসড়ক অবরোধ করেছেন।
অবরোধের কারণে মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়, সাধারণ যাত্রী ও চালকরা চরম দুর্ভোগে পড়েন।
খবর পেয়ে শিল্প পুলিশ, থানা পুলিশ ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সঙ্গে আলোচনা করলেও তারা কোনো আশ্বাস মানতে রাজি হননি।
শিল্প পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ইসমাইল হোসেন জানান, শ্রমিকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]