গাজীপুর মহানগরে ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু হয়েছে, যার মূল উদ্দেশ্য আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং অপরাধ দমন। বিশেষ এই অভিযানের অংশ হিসেবে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ও শিববাড়ি মোড়ে দুটি চেকপোস্ট বসানো হয়েছে।
শনিবার (৮ ফেব্রুয়ারি) রাত ৮টার পর সেনাবাহিনী এই অভিযান শুরু করে। চেকপোস্টগুলোতে সেনাসদস্যরা যানবাহন ও মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চালাচ্ছেন। পাশাপাশি, সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও মাঠে কাজ করছেন।
স্থানীয়দের মধ্যে অভিযানের কারণে এক ধরনের উদ্বেগ দেখা গেলেও নিরাপত্তার স্বার্থে এ ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এখন পর্যন্ত জেলায় কোথাও গ্রেপ্তার বা আটকের খবর পাওয়া যায়নি।
শিববাড়ি এলাকার এক ব্যবসায়ী বলেন, "হঠাৎ এত নিরাপত্তা ব্যবস্থা দেখে আমরা একটু চিন্তিত, তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে হলে এমন অভিযান প্রয়োজন।"
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, "নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী ও অন্যান্য বাহিনীর সমন্বয়ে এই অভিযান পরিচালিত হচ্ছে। যেকোনো ধরনের অপরাধমূলক কার্যক্রম প্রতিহত করাই আমাদের মূল লক্ষ্য।"
অভিযানের বিষয়ে সেনাবাহিনী বা প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি এখনো দেওয়া হয়নি। তবে স্থানীয়রা জানিয়েছেন, পুরো শহরে টহল জোরদার করা হয়েছে এবং গুরুত্বপূর্ণ এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে।
অভিযান চলমান থাকায় সাধারণ জনগণকে যথাযথ কাগজপত্র সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। নিরাপত্তার স্বার্থে কেউ যেন বিভ্রান্তিমূলক তথ্য না ছড়ায়, সে ব্যাপারেও সতর্ক থাকতে বলা হয়েছে।
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]