আগামী ১২ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে। এ বৈঠকে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে বিক্রম মিশ্রি বলেন, "আমি নিশ্চিত করে বলতে পারছি না, তবে বাংলাদেশ প্রসঙ্গে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।"
সম্প্রতি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি অজ্ঞাত স্থান থেকে ফেসবুক লাইভে বক্তব্য দেন। এরপর দেশে বিক্ষোভ শুরু হয় এবং বিভিন্ন জায়গায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ও ম্যুরাল ভাঙচুরের ঘটনা ঘটে।
শেখ হাসিনার বক্তব্য ভারত থেকে প্রচারিত হওয়ায় অনেক বিক্ষোভকারী ভারতের বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করেছেন। এ বিষয়ে ভারতের পররাষ্ট্র সচিব বলেন, "আমাদের কূটনৈতিক অবকাঠামোর নিরাপত্তার দায়িত্ব বাংলাদেশ সরকারের। আমরা নিশ্চিত, বাংলাদেশ সরকার এ বিষয়ে সচেতন।"
এদিকে, দেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে। তবে রাজনৈতিক অস্থিরতা নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে আলোচনা চলছে।
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]