বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে বিশেষ সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিপিএল ফাইনালের মূল পুরস্কার বিতরণীর আগে তাকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয়।
তামিম সম্প্রতি ঘোষণা দিয়েছেন, জাতীয় দলে তার ফেরা হচ্ছে না। দীর্ঘ ১৬ বছরের ক্যারিয়ারে অসংখ্য রেকর্ড গড়া এই ওপেনারকে সংবর্ধনায় স্মরণ করা হয় তার অবদানগুলোর জন্য।
অনুষ্ঠানের শুরুতে জায়ান্ট স্ক্রিনে তামিমের ক্যারিয়ার নিয়ে তৈরি একটি বিশেষ ভিডিও দেখানো হয়, যেখানে বর্তমান ও সাবেক ক্রিকেটাররা তার সম্পর্কে কথা বলেন। পরে তামিমকে মঞ্চে আমন্ত্রণ জানানো হয়, সঙ্গে ছিলেন তার দীর্ঘদিনের সতীর্থ মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ।
বিদায়ী সংবর্ধনায় তামিমের হাতে তুলে দেওয়া হয় তার ক্যারিয়ারের পরিসংখ্যান সম্বলিত স্মারক জার্সি ও ক্রেস্ট।
প্রসঙ্গত, ২০০৭ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর তামিম বাংলাদেশের হয়ে ৩৮৭ ম্যাচ খেলেছেন, যেখানে তার রানসংখ্যা ১৫,১৯২। তিনি আন্তর্জাতিক ক্রিকেটে ৯৪টি ফিফটি ও ২৫টি সেঞ্চুরি করেছেন।
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]