বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০২৫-এর ফাইনালে ফরচুন বরিশাল ও চিটাগং কিংস মুখোমুখি হচ্ছে। ফাইনালের আগে সংবাদ সম্মেলনে বরিশালের অধিনায়ক তামিম ইকবাল বলেন, চট্টগ্রামের মানুষ তাদের নিজস্ব দল চিটাগং কিংসকেই সমর্থন করুক।
তিনি বলেন, "প্রথম দিন থেকেই আমরা নিজেদের সৌভাগ্যবান মনে করি। বরিশালের সমর্থকরা সব সময় আমাদের পাশে থেকেছে, চট্টগ্রাম, সিলেট, ঢাকা—সব জায়গায় আমরা তাদের সমর্থন পেয়েছি।"
তবে চট্টগ্রামের মানুষ ফাইনালে কাকে সমর্থন করবে, এ প্রসঙ্গে তামিম বলেন, "চট্টগ্রামের মানুষ চিটাগং কিংসকেই সমর্থন করুক। আমি ব্যাটিংয়ে নামলে হয়তো কিছু হাততালি দেবে, কিন্তু তাদের নিজস্ব দলকেই সমর্থন করা উচিত।"
গত বছর চ্যাম্পিয়ন হলে ট্রফি লঞ্চে করে বরিশালে নেওয়ার পরিকল্পনা করেছিল ফরচুন বরিশাল, তবে তা বাস্তবায়ন হয়নি। এবারও একই পরিকল্পনা রয়েছে বলে জানান তামিম।
আগামীকাল শুক্রবার বিপিএল ২০২৫-এর ফাইনালে মুখোমুখি হবে ফরচুন বরিশাল ও চিটাগং কিংস। দুই দলই এবারের আসরে দুর্দান্ত পারফরম্যান্স করেছে।
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]