দীর্ঘ ২০ বছর পর বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ শিক্ষক সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে অর্থোপেডিক সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. কামরুদ্দোজা হাফিজুল্লাহ হিরুকে সভাপতি এবং অর্থোপেডিক সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. শিহাব উদ্দিনকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) কলেজের সভাকক্ষে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের অনুমোদনের পর অধ্যাপক ডা. ফায়জুল বাশারের স্বাক্ষরিত আদেশে কমিটির অনুমোদন দেওয়া হয়। এই কমিটির মেয়াদ ৫ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত থাকবে এবং এতে মোট ৩০ সদস্য অন্তর্ভুক্ত রয়েছেন।
নবগঠিত কমিটির উপদেষ্টা পরিষদে রয়েছেন শেরে-ই বাংলা মেডিকেল কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, অধ্যাপক ডা. শফিকুল ইসলাম, অধ্যাপক ডা. হানিফ হাওলাদার, ডা. আবু হাসান মো. রফিকুল বারী, ডা. তৌহিদুল ইসলাম, ডা. ফেরদৌস এবং ডা. এস এম ওমর ফারুক।
কমিটির সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সহযোগী অধ্যাপক ফরেনসিক মেডিসিন বিভাগের ডা. রেফায়াতুল হায়দার। যুগ্ম সম্পাদক হয়েছেন সহকারী অধ্যাপক ডা. মজিবুর রহমান, কোষাধ্যক্ষ হয়েছেন সহযোগী অধ্যাপক আল মামুন হোসেন।
অন্য পদে নির্বাচিতরা হলেন— আপ্যায়ন সম্পাদক ডা. খাদেমুল ইসলাম, বিজ্ঞান ও সেমিনার বিষয়ক সম্পাদক ডা. এ. কে. এম আকবর কবীর, ক্রীড়া সম্পাদক ডা. শফিকুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক ডা. ওহিদা সুলতানা, ছাত্র বিষয়ক সম্পাদক ডা. মাসুম আহমেদ, প্রকাশনা সম্পাদক ডা. আ. ন. ম. মঈনুল ইসলাম এবং সমাজকল্যাণ সম্পাদক ডা. মোহাম্মদ আমিরুল ইসলাম। কমিটিতে ৯ জন কার্যকরী সদস্যও রয়েছেন।
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]