পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির বলেছেন, কাশ্মির ইস্যুতে তার দেশ ইতোমধ্যে তিনটি যুদ্ধ করেছে, প্রয়োজনে আরও ১০টি যুদ্ধ করতে প্রস্তুত রয়েছে।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) আজাদ কাশ্মিরের মুজাফফরাবাদে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, "কাশ্মির পাকিস্তানের প্রধান শিরা। একদিন এটি স্বাধীন হবে এবং পাকিস্তানের অংশ হবে।"
তিনি আরও বলেন, ভারতীয় নিপীড়ন ও হিন্দুত্ববাদী চরমপন্থা কাশ্মিরিদের স্বাধীনতার আকাঙ্ক্ষাকে আরও শক্তিশালী করেছে। পাকিস্তান তাদের পাশে থাকবে।
এছাড়া, পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা নিয়ে তিনি দাবি করেন, "দেশটি বিপুল পরিমাণ প্রাকৃতিক সম্পদের অধিকারী, যার মধ্যে রয়েছে ৭ ট্রিলিয়ন ডলারের খনিজ সম্পদ ও ৪৮ বিলিয়ন মার্কিন ডলারের গ্যাস পাইপলাইন। পাকিস্তান কখনোই খেলাপি রাষ্ট্র হবে না।"
উল্লেখ্য, ভারত ও পাকিস্তানের মধ্যে কাশ্মির নিয়ে ১৯৪৭, ১৯৬৫ ও ১৯৯৯ সালে তিনটি যুদ্ধ হয়েছে। ২০১৯ সালে ভারত সংবিধানের ৩৭০ ধারা বাতিল করে কাশ্মিরের বিশেষ মর্যাদা প্রত্যাহার করার পর থেকে দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে।
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]