রাজধানীর রামপুরার খিলগাঁও মেম্বার গলি এলাকায় অটোরিকশা চুরির হতাশায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন রাকিবুল ইসলাম (২৮) নামে এক যুবক। বুধবার (৫ ফেব্রুয়ারি) রাতে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মৃত রাকিবুলের ভাগিনা জুনায়েদ জানান, চার দিন আগে কাকরাইল ব্যাটারি গলি এলাকায় প্রতারক চক্র তাকে কিছু খাইয়ে অজ্ঞান করে অটোরিকশা নিয়ে পালিয়ে যায়। অজ্ঞান অবস্থায় উদ্ধার করে বাসায় নিয়ে আসার পর থেকেই তিনি হতাশাগ্রস্ত ছিলেন এবং তেমন কারও সঙ্গে কথা বলছিলেন না। বুধবার বিকেলে তিনি নিজ ঘরে গলায় ফাঁস দেন।
রামপুরা থানার উপপরিদর্শক (এসআই) মাজহারুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়, কিন্তু চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
রাকিবুলের বাড়ি সুনামগঞ্জ জেলার ধর্মপাশা থানার মেওয়ারি গ্রামে। তিনি আবু চান মিয়ার ছেলে এবং তার আট মাস বয়সী এক কন্যাসন্তান রয়েছে।
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]