নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের পারিবারিক বাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে বসুরহাট পৌরসভার বড় রাজাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আন্দোলনকারীরা ‘নারায়ে তাকবির, কাউয়া কাউয়া’ স্লোগান দিতে দিতে বাড়ির সামনে জড়ো হন। তারা বাড়ির বিভিন্ন অংশে ভাঙচুর চালানোর পাশাপাশি আসবাবপত্র ও রেলিং ভাঙচুর করেন এবং একটি পোড়া গাড়িতে আগুন ধরিয়ে দেন।
জানা গেছে, সকালে আন্দোলনের ফেসবুক পেজে হামলার ঘোষণা দেওয়া হয়, যেখানে লেখা হয়, ‘নোয়াখালীর বিপ্লবীরা, বুলডোজার নিয়ে প্রস্তুত থাকুন। মার্চ টু কাউয়া কাদেরের বাড়ি!’
স্থানীয় বাসিন্দা সাইফুল ইসলাম জানান, ওই বাড়িতে ওবায়দুল কাদেরের নিজস্ব কোনো ঘর নেই, এটি তার ছোট ভাই কাদের মির্জার বাড়ি। হামলার ঘোষণা থাকায় আগে থেকেই ঘটনাস্থলে সাংবাদিক ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।
আন্দোলনকারীরা জানান, সারাদেশে শিক্ষার্থীদের ওপর হামলার জন্য ওবায়দুল কাদের দায়ী, তাই তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটিয়েছে ছাত্র-জনতা।
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]