কিশোরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা বুধবার রাতে আওয়ামী লীগ অফিসকে পাবলিক টয়লেট ঘোষণা করেছে। রাত পৌনে ১১টার দিকে তারা অফিসের পরিত্যক্ত ভবনে অগ্নিসংযোগ করে এবং একই সময়ে শহরের জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রাঙ্গণে শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙচুর করা হয়।
গত ৫ আগস্টের সরকার পতনের পর, শেখ হাসিনা ও আওয়ামী লীগ নেতারা দেশ ত্যাগ করেন, যা জনতার ক্ষোভের কারণ হয়ে দাঁড়ায়। ছাত্র-জনতা এই ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে আওয়ামী লীগ কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালায় এবং অফিসের দেয়ালে 'পাবলিক টয়লেট' লিখে দেয়।
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা অভিযোগ করেছেন যে, শেখ হাসিনা দীর্ঘ সময় ধরে ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠা করেছেন এবং বাংলাদেশে তার শাসনকালে ছাত্র হত্যার সঙ্গে জড়িত ছিলেন। তারা শেখ হাসিনার বিরুদ্ধে শাস্তি দাবি করেছেন এবং মুজিববাদী চিহ্ন মুছে ফেলার প্রতিশ্রুতি দিয়েছেন।
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]