ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্রিটিশ কাউন্সিলের সামনে একটি প্রাইভেটকার চালানোর সময় এক শিশুকে বাঁচাতে গিয়ে আহত হন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম (২৮)। বুধবার (৫ ফেব্রুয়ারি) রাতে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়, যেখানে প্রাথমিক চিকিৎসা নিয়ে তিনি ফিরে যান।
চিকিৎসা শেষে সারজিস আলম তার ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেন, যেখানে তিনি লিখেছেন, "আবু জাহেলের বাড়ি এখন পাবলিক টয়লেট!" তার এই স্ট্যাটাসটি অনেককে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে ঘটানো ভাঙচুর ও অগ্নিকাণ্ডের ঘটনা মনে করিয়ে দিয়েছে।
এদিকে, ছাত্র আন্দোলনের আরও দুই সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও নুসরাত তাবাচ্ছুমও ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। হাসনাত লিখেছেন, "ঐক্যবদ্ধ বাংলাদেশ," এবং নুসরাত লিখেছেন, "৯টা বলে ৮টায় শুরু করার ধিক্কার জানাই! হায়রে মানোস (মানুষ)! ছিহ সমোন্নোয়ক (সমন্বয়ক) ছিহ!"
এদিন, ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়াল অধিবেশনে যোগদান নিয়ে প্রতিবাদে রূপ নেয়। এর প্রতিবাদে রাতে "লং মার্চ টু ধানমন্ডি-৩২" কর্মসূচি ঘোষণা করা হয়, যেখানে ছাত্র জনতা ধানমন্ডি ৩২ নম্বরের বাসভবনে প্রবেশ করে ভাঙচুর চালায়।
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]