নাটোরের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি শফিকুল ইসলাম শিমুলের বাসভবন জান্নাতি প্যালেসে আগুন দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা। বুধবার রাত সাড়ে ১২টার দিকে শহরের কান্দিভিটুয়া এলাকায় একটি মিছিল করে তারা শিমুলের বাসভবনে এসে আগুন দেয়।
শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাকর্মীরা মাইক নিয়ে মিছিল শুরু করেন। এরপর তারা শিমুলের বাসভবনে এসে আগেই পুড়ে থাকা একটি গাড়ি এবং বারান্দায় আগুন লাগিয়ে মাইকে গান পরিবেশন করেন এবং নাচানাচি করেন।
এ ঘটনায় বর্তমানে বৈষম্যবিরোধী ছাত্ররা শিমুলের বাসভবনেই অবস্থান করছেন।
এ বিষয়ে সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুর রহমান জানান, শিমুলের বাড়িতে কোনো গুরুত্বপূর্ণ সম্পত্তি নেই, তবে সেখানে কিছু প্রতিবাদী ছাত্র-জনতা উপস্থিত রয়েছে।
এটি প্রথমবার নয়, ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরও একই বাসভবনে আগুন লাগিয়ে বিক্ষোভ প্রদর্শন করা হয়েছিল, যেখানে পরবর্তীতে চারজনের মরদেহ উদ্ধার করা হয়।
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]