জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর উচ্চ বিদ্যালয় মাঠে নারীদের ফুটবল ম্যাচ আয়োজন নিয়ে আপত্তি ও ভাঙচুরের ঘটনা ঘটলেও অবশেষে সেই মাঠেই ফুটবল খেললেন নারীরা। বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে অনুষ্ঠিত এ খেলায় জয়পুরহাট নারী ফুটবল দল ১-০ গোলে ঢাকা জেলা নারী দলকে পরাজিত করে।
আক্কেলপুর উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ খেলায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনজুরুল আলম। প্রধান অতিথি হিসেবে খেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক (ডিসি) আফরোজা আকতার চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব।
তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে আয়োজিত এই ম্যাচের নাম দেওয়া হয় ‘প্রমিলা ফুটবল ম্যাচ’। খেলাটি পরিচালনা করেন নারী রেফারি লতা পারভীন, সহকারী রেফারি ছিলেন সপ্না চৌহান ও রহিমা আক্তার।
গত ২৯ জানুয়ারি জয়পুরহাট ও রংপুর নারী দলের মধ্যে একটি ফুটবল ম্যাচ আয়োজনের কথা ছিল। স্থানীয় টি-স্টার ক্লাব নামের সংগঠন খেলার মাঠটি টিন দিয়ে ঘেরাও করে এবং মাইকিংয়ের মাধ্যমে প্রচারণা চালায়। তবে নারীদের ফুটবল ম্যাচ আয়োজন নিয়ে আপত্তি জানিয়ে স্থানীয় আলেম ও মুসল্লিরা ২৮ জানুয়ারি এক সভায় মিলিত হন এবং পরে খেলার মাঠের টিনের বেড়া ভাঙচুর করেন। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন তদন্ত কমিটি গঠন করে। ৩১ জানুয়ারি উপজেলা প্রশাসনের আয়োজিত গণশুনানিতে খেলার বিরোধিতাকারী আলেমরা ভুল স্বীকার করে ক্ষমা চান। এরপর প্রশাসনের উদ্যোগে নিরাপত্তা নিশ্চিত করে নারী ফুটবল ম্যাচটি অনুষ্ঠিত হয়।
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]