‘ছাবা’ সিনেমার ট্রেলারে ছত্রপতি সম্ভাজি মহারাজের চরিত্রে ভিকি কৌশলকে দেখে মুগ্ধ হয়েছেন নেটিজেনরা। অন্যদিকে, আওরঙ্গজেবের ভূমিকায় রয়েছেন অক্ষয় খান্না। ছবিতে তাদের মুখোমুখি সংঘর্ষ দেখার জন্য দর্শকরা অপেক্ষায় রয়েছেন।
তবে ছবির দুই গুরুত্বপূর্ণ অভিনেতা শুটিংয়ের ফাঁকে কোনো কথা বলেননি। এক সাক্ষাৎকারে ভিকি কৌশল বলেন, ‘শিবাজিকে খুঁজে পেতে আওরঙ্গজেবের ৯ বছর লেগেছিল। ছবিতে তার সেই অনুসন্ধান দেখানো হয়েছে। একসঙ্গে আমাদের কিছু দৃশ্য রয়েছে, তবে তার আগ পর্যন্ত পুরো সিনেমাজুড়ে আমাদের মুখোমুখি হওয়ার অপেক্ষা ছিল।’
পরিচালক লক্ষ্মণ উতেকর জানান, ‘যেদিন তাদের দুজনের একসঙ্গে অভিনয়ের দৃশ্য ছিল, সেদিনই প্রথমবার তাদের মধ্যে কথা হয়েছিল। তবে সেটাও চরিত্রের প্রয়োজনেই।’
কেন শুটিংয়ের ফাঁকে তাদের কথা হয়নি, সে বিষয়ে ভিকির ব্যাখ্যা, ‘ওই দৃশ্যটি যখন আমরা শুট করছিলাম, তখন আমরা কেউ কাউকে গুড মর্নিং বা গুড বাই পর্যন্ত বলিনি। তিনি ছিলেন আওরঙ্গজেব, আমি ছত্রপতি সম্ভাজি মহারাজ। আমাদের মধ্যে ভিকি কৌশল বা অক্ষয় খান্না হিসেবে কোনো কথাই হয়নি।’
ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে নির্মিত ‘ছাবা’ আগামী ১৪ ফেব্রুয়ারি মুক্তি পাবে। ছবিটিতে ভিকি কৌশল ও অক্ষয় খান্নার পাশাপাশি আশুতোষ রানা, দিব্যা দত্তসহ আরও অনেকে অভিনয় করেছেন।
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]