প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, “আমাদের যে অভিজ্ঞতা, দেশের যে অভিজ্ঞতা, সেটা হলো হেনস্তার অভিজ্ঞতা। অপমান, অবমাননার অভিজ্ঞতা। নাগরিক হিসেবে আমাদের যে দাবি ও অধিকার, সেটা ভুলে যাওয়ার অভিজ্ঞতা। নতজানু হওয়ার অভিজ্ঞতা।”
বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে বিচারবিভাগ ও জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধানরা প্রতিবেদন হস্তান্তর করতে গেলে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, “আমি জাতির পক্ষ থেকে কমিশনের চেয়ারম্যান এবং সব সদস্যকে কৃতজ্ঞতা জানাচ্ছি। বিচারবিভাগ ও জনপ্রশাসন এমন দুটি ক্ষেত্র, যেখানে দেশের প্রতিটি নাগরিকের সম্পৃক্ততা রয়েছে।”
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিচারবিভাগ সংস্কার কমিশনের প্রধান সাবেক বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমান ও জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন হস্তান্তর করেন।
উল্লেখ্য, গত ৮ আগস্ট সরকার গঠনের পর রাষ্ট্রের বিভিন্ন খাত সংস্কারের জন্য ছয়টি কমিশন গঠন করা হয়। এর মধ্যে গত ১৫ জানুয়ারি নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, পুলিশ এবং সংবিধান সংস্কার কমিশন তাদের প্রতিবেদন জমা দেয়।
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]