আর্জেন্টিনা থেকে আমদানি করা ৫০ হাজার ২০০ টন গমবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।
বুধবার (৫ ফেব্রুয়ারি) খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে আমদানি করা গম নিয়ে ‘এমভি ইলপিডা জিআর’ নামের জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।
জাহাজে থাকা গমের মধ্যে ৩০ হাজার ১২০ টন চট্টগ্রাম বন্দরে এবং ২০ হাজার ৮০ টন মোংলা বন্দরে খালাস করা হবে। এরই মধ্যে চট্টগ্রাম বন্দরে গম খালাসের কার্যক্রম শুরু হয়েছে।
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]