প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৯, ২০২৫, ৩:১৩ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ৫, ২০২৫, ৭:৩১ এ.এম
গাজায় সেনা পাঠানোর ইঙ্গিত দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প

ফিলিস্তিনের গাজা উপত্যকা নিজেদের নিয়ন্ত্রণে আনতে প্রয়োজনে সেখানে সেনা পাঠানোর কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, “গাজার ক্ষেত্রে, যা প্রয়োজন হয়—আমরা করব। যদি সেনা পাঠানো প্রয়োজন হয়, আমরা সেটা করব।” তিনি আরও বলেন, “আমরা গাজাকে উন্নত করতে চাই এবং আমাদের দখলে আনতে চাই। যা যা পদক্ষেপ দরকার, তা আমরা গ্রহণ করব।”
ট্রাম্প গাজা দখলের পর সেখানে হাজার হাজার কর্মসংস্থান সৃষ্টি হবে এবং পুরো মধ্যপ্রাচ্য গাজার পুনর্নির্মাণ দেখে গর্বিত হবে, এমন ধারণা ব্যক্ত করেন।
মনে রাখা জরুরি যে, ২০২৪ সালে প্রেসিডেন্ট নির্বাচনের সময় ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, মার্কিন সেনাদের বিদেশে যুদ্ধের জন্য পাঠানো বন্ধ করা হবে। তবে, গাজা দখলের জন্য ট্রাম্পের সেনা পাঠানোর পরিকল্পনা অনেকের কাছে তাৎপর্যপূর্ণ।
এছাড়া, ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে মঙ্গলবার ওয়াশিংটনে গিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, “আমরা মধ্যপ্রাচ্যের জন্য কিছু মহান পরিবর্তন আনতে যাচ্ছি যা শুধু ইসরায়েলের জন্যই নয়, বরং পুরো অঞ্চলের জন্য খুবই উপকারী হবে।”
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]
© ক্রাইম জোন ২৪।। Crime Zone 24