বরিশালের মুলাদী উপজেলায় নদী থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় কাজিরচর ইউনিয়নের বড়ইয়া এলাকা থেকে ওই যুবকের লাশটি ভাসমান অবস্থায় পাওয়া যায়।
পুলিশ জানায়, মৃত যুবকটি বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার পশ্চিম রতনপুরের বাসিন্দা বিপ্লব সিকদার (৩৫)। তার বাবা আলাউদ্দিন সিকদার।
মুলাদী থানার ওসি জহিরুল আলম জানান, স্থানীয় কৃষকরা প্রথমে নদীর পাড়ে যুবকের লাশ দেখতে পান এবং পরে পুলিশকে খবর দেন। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
পুলিশ জানিয়েছে, যুবকের পরনে ছিল জিন্স প্যান্ট এবং কালো রঙের শার্ট। তার প্যান্টের পকেটে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং মানিব্যাগে সাড়ে ৬ হাজার টাকা পাওয়া গেছে। শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
মোবাইল ফোনের সিম কার্ড খুলে ওই যুবকের পরিবারের সাথে যোগাযোগ করা হয় এবং তার পরিচয় নিশ্চিত করা হয়। তার ভাই জানায়, গত ৩-৪ দিন ধরে বিপ্লব সিকদারকে দেখতে পাননি। তবে তার ভাই কোনো সুনির্দিষ্ট তথ্য দিতে পারেননি।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যুবকটি ট্রলার থেকে পড়ে দুর্ঘটনার শিকার হয়েছেন, তবে ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
এ ঘটনায় মুলাদী থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হবে এবং অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, জানান ওসি জহিরুল আলম।
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]