পটুয়াখালীর কুয়াকাটায় বাংলাভিশনের উপজেলা প্রতিনিধি ও কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম মিরনকে দুর্বৃত্তরা কুপিয়ে আহত করেছে।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে কুয়াকাটার তুলাতলী ফিলিং স্টেশন-সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। ঢাকা থেকে ফেরার পর বাসার সামনে নামতেই সন্ত্রাসীরা তাকে এলোপাথাড়ি কুপিয়ে ফেলে রেখে যায়।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় মিরনকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে বরিশালে পাঠান। তার হাত, মাথা, বুক ও দাঁড়ির নিচে গুরুতর জখম হয়েছে।
মহিপুর থানার ওসি মো. তরিকুল ইসলাম জানান, হামলাকারীদের শনাক্তে ফিলিং স্টেশন ও আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। দ্রুত অপরাধীদের আইনের আওতায় আনার আশ্বাস দেন তিনি।
এ ঘটনায় নিন্দা জানিয়ে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রবিউল ইসলাম বলেন, সাংবাদিকের ওপর হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]