নিজের ওপর হামলাকারীকে ক্ষমা করে দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়বে আমির ও বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনে মেয়রপ্রার্থী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম। হামলাকারী স্বপনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন দলীয় নেতাকর্মীরা।
মঙ্গলবার সন্ধ্যায় নগরীর বান্দ রোডের পানি উন্নয়ন বোর্ডের কোয়ার্টার থেকে স্বপনকে আটক করা হয়। তবে তার বিরুদ্ধে দল থেকে কোনো ব্যবস্থা নেওয়া হবে না বলে জানিয়েছেন ইসলামী আন্দোলনের বরিশাল জেলা কমিটির প্রচার সম্পাদক এইচএম সানাউল্লাহ।
তিনি জানান, কর্মী-সমর্থকরা হামলাকারী স্বপনকে আটক করে পুলিশে দেন। পরে ফয়জুল করীমের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, হামলাকারীকে ক্ষমা করে দিয়েছেন। তাই দল থেকে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না।
২০২৩ সালের বিসিসি নির্বাচনের দিনে কাউনিয়া মেইন রোডের একটি ভোটকেন্দ্রে প্রবেশকে কেন্দ্র করে ফয়জুল করীমের ওপর হামলা হয়েছিল। সেই হামলার মূলহোতা ছিলেন স্বপন, যিনি সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর অনুসারী বলে জানা গেছে।
স্থানীয় বাসিন্দারা জানান, স্বপনের অবস্থান নিশ্চিত হয়ে বিকেলে তার বাড়ি ঘিরে রাখেন ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা। পরে পুলিশ ও সেনাবাহিনীকে খবর দিলে স্বপন ঘর থেকে বের হয়ে আসে এবং তাকে আটক করে থানায় নেওয়া হয়।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানিয়েছেন, স্বপন বর্তমানে থানায় রয়েছেন। অভিযোগ পেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
একটি সূত্র জানায়, বর্তমানে স্বপন একজন সেনা কর্মকর্তার ব্যক্তিগত গাড়িচালক হিসেবে কর্মরত।
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]