বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) প্রথমবারের মতো ইসলামী ছাত্রশিবির প্রকাশ্যে এসেছে। সংগঠনের সভাপতি আমিনুল ইসলাম মঙ্গলবার ফেসবুকে পোস্ট দিয়ে নিজের পরিচয় প্রকাশ করেন।
আমিনুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী। জানা গেছে, শিবিরের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের বিপরীতে বুধবার থেকে দুইদিনব্যাপী প্রকাশনা উৎসব শুরু হবে। এ উপলক্ষে ফেসবুকে পোস্ট দিয়ে তিনি নিজের পরিচয় দেন এবং জানান, শিগগিরই সাধারণ সম্পাদকসহ পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।
বিভিন্ন শিক্ষার্থী জানিয়েছেন, ক্যাম্পাসে আমিনুল ইসলাম শিবিরকর্মী হিসেবে পরিচিত ছিলেন, তবে প্রকাশ্যে কোনো কার্যক্রমে তাকে দেখা যায়নি।
এ বিষয়ে আমিনুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয় জ্ঞান চর্চার উন্মুক্ত স্থান এবং তারা শিক্ষার্থীদের মেধা উন্নয়নে কাজ করতে চান।
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]