চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) নগরের বিভিন্ন থানায় বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৪২ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে।
রোববার ২ ফেব্রুয়ারি দুপুর ২টা থেকে সোমবার ৩ ফেব্রুয়ারি দুপুর ২টা পর্যন্ত অভিযান চালানো হয়।
সিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মাহমুদা বেগম জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলা, বিশেষ ক্ষমতা আইন ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় এদের গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন জামালখান ওয়ার্ড আওয়ামী লীগের প্রচার সম্পাদক মো. জহির উদ্দিন, আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নওয়াব আলী, ১৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক মো. সেলিম, চট্টগ্রাম স্টেশন রোড হকার্স লীগের সভাপতি মো. কবির, চরলক্ষ্যা ইউনিয়ন আওয়ামী লীগের ১ নম্বর ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক আহম্মদ আলী।
এছাড়াও গ্রেপ্তার হওয়া ছাত্রলীগ নেতাদের মধ্যে রয়েছেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সহসম্পাদক আবির সেন, মহানগর ছাত্রলীগের উপ-ছাত্র বিষয়ক সম্পাদক অনিক সেনগুপ্ত, ১৮ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মো. ওবায়েদ।
পুলিশ জানিয়েছে, অভিযানে আরও ৩০ জনের বেশি ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে, যারা একাধিক মামলায় অভিযুক্ত।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আইনশৃঙ্খলা রক্ষায় নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]