সঠিকভাবে শেভ করার কিছু নির্দিষ্ট নিয়ম রয়েছে। অনেকেই শেভ করতে গিয়ে ত্বকের বিভিন্ন সমস্যায় পড়েন, যেমন জ্বালাপোড়া, কাটাছেঁড়া বা ইনগ্রোন হেয়ার। তবে কিছু সতর্কতা মেনে চললে এসব সমস্যা এড়ানো সম্ভব।
শেভ করার সময় রেজরের ব্লেড ত্বকে ঘষার ফলে অনেকের ত্বকে জ্বালাপোড়া হতে পারে। এমনকি লালচে দাগও দেখা দিতে পারে। সাধারণত ভোঁতা বা কম ধারালো ব্লেড ব্যবহারের ফলে এই সমস্যা দেখা দেয়।
সমাধান:
শেভ করার সময় তাড়াহুড়ো করলে বা বেশি চাপ দিয়ে ব্লেড চালালে ত্বক কেটে যেতে পারে।
সমাধান:
ইনগ্রোন হেয়ার হল এমন এক ধরনের সমস্যা যেখানে শেভের পর লোমের কিছু অংশ ত্বকের নিচে আটকে গিয়ে ফুলে ওঠে। এটি অনেকটা ব্ল্যাকহেডসের মতো দেখায় এবং ব্যথাও হতে পারে।
সমাধান:
সঠিকভাবে শেভের নিয়ম মেনে চললে ত্বক সুস্থ ও মসৃণ থাকবে এবং শেভের পর কোনো ধরনের সমস্যা হবে না।
ক্রাইম জোন ২৪
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]