নির্বাচন কমিশনের (ইসি) হালনাগাদ কর্মসূচির মাধ্যমে এবার নতুনভাবে ৪৯ লাখ ৭০ হাজার ৩৮৮ জন ভোটার তালিকায় যুক্ত হয়েছেন। একই সময়ে মৃত ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে ১৫ লাখ ২৩ হাজার জনকে।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ। তিনি জানান, ইসির লক্ষ্য ছিল ৬১ লাখের কিছু বেশি নতুন ভোটার অন্তর্ভুক্ত করা। তবে নতুন ভোটার বৃদ্ধির হার হয়েছে ১.৪৬ শতাংশ।
নারী ভোটারদের সংখ্যা আগের তুলনায় বেড়েছে উল্লেখ করে ইসি সচিব জানান, এবার নিবন্ধিত নতুন ভোটারদের মধ্যে ১৬ লাখ নারী। যারা এখনো তালিকায় অন্তর্ভুক্ত হননি, তারা ১১ এপ্রিল পর্যন্ত অনলাইন কিংবা আঞ্চলিক কার্যালয়ে নিবন্ধন করতে পারবেন।
তিনি আরও জানান, যদি কোনো তথ্য সংগ্রহকারী নির্দিষ্ট এলাকায় যাননি, তবে বিষয়টি তদন্ত করে দেখা হবে। এছাড়া ১৭ বছরের কেউ মিথ্যা তথ্য দিয়ে ভোটার হয়েছেন কি না, সে বিষয়ে নির্দিষ্ট অভিযোগ পেলে কমিশন ব্যবস্থা নেবে।
ক্রাইম জোন ২৪
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]