চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম রেললাইনের পাশে এক যুবকের দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার করেছে রেল পুলিশ। পুলিশ জানায়, ৩৫ বছর বয়সী এই যুবকের পরিচয় এখনও জানা যায়নি।
আজ সোমবার দুপুরে চট্টগ্রামমুখী রেললাইন থেকে এই মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয় জনগণ ৯৯৯-এ ফোন করে ঘটনাটি জানালে রেল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। এরপর সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
রেল পুলিশের ফৌজদারহাট ফাঁড়ির কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) তাপস মিত্র জানান, ঘটনাস্থলে মানুষের চলাফেরা কম হওয়ায়, পুলিশ এখনও নিশ্চিত হতে পারেনি যে, ওই যুবক কিভাবে সেখানে পৌঁছেছিলেন। নিহত যুবকের পরিচয় জানা এখনও বাকি রয়েছে।
এ ঘটনায় চট্টগ্রাম রেলওয়ে থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]