বরিশালের সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করতে হবে, এটি আমরা সবাই চাই বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এএইচএম সফিকুজ্জামান।
‘আমরা বরিশালবাসী’ ব্যানারে রবিবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর সার্কিট হাউসের সম্মেলন কক্ষে বরিশালের উন্নয়ন ভাবনা নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শ্রম সচিব বলেন, বরিশাল হচ্ছে অবহেলিত একটি অঞ্চল। আমরা এ এলাকার উন্নয়ন চাই। সম্ভাবনাময় অঞ্চল হলেও উদ্যোগ গ্রহণের সংকটে এখনো অবহেলিতই রয়েছে। অঞ্চলের অনেক স্থানে পর্যাপ্ত স্যানিটেশন ব্যবস্থা নেই।
ভোলার মনপুরা উপজেলাবাসী বিদ্যুৎ সংকটে ভুগছে বলে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, দেশের বিদ্যুৎ উৎপাদন পর্যাপ্ত থাকলেও ওখানের বাসিন্দারা সন্ধ্যার পর কয়েক ঘণ্টার জন্য বিদ্যুৎ পেয়ে থাকেন। দিনের বাকি অংশ বিদ্যুৎহীন কাটাতে হয়। অথচ গ্যাসের খনি ভোলা। এখানকার গ্যাস উৎপাদন করে দেশের অন্যান্য স্থানে সরবরাহ করা হচ্ছে। কিন্তু এই অঞ্চলের মানুষ সংকটে রয়েছে। এসব ক্ষেত্রে আমরা উন্নয়ন শতভাগ নিশ্চিত চাই।
সফিকুজ্জামান বলেন, অঞ্চলের পর্যটন এলাকা অপার সম্ভাবনাময়। এ খাতও দেশের উন্নয়নে ভূমিকা রাখছে। এক্ষেত্রে পর্যটন এলাকাকে উন্নয়নের মধ্য দিয়ে সমৃদ্ধ করতে হবে। সব সংকট সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি কামনা করছি।
বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মো. ইউনুস আলী সিদ্দিকীর সভাপতিত্বে সভায় বরিশাল চেম্বার অব কমার্সের সভাপতি এবায়দুল হক চান, বরিশাল বিএম কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. শেখ মো. তাজুল ইসলাম, বরিশাল প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খসরুসহ সমাজের বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বরিশালের উন্নয়নের লক্ষ্যে একাধিক সংকট ও বিড়ম্বনার কথা তুলে ধরেছেন অংশগ্রহণকারীরা। তারা বিভিন্ন দপ্তরের নানা অব্যবস্থাপনার চিত্র তুলে ধরেন। এর মধ্যে জেলা খাল পুনরুদ্ধার, বরিশাল সিটি করপোরেশন থেকে প্ল্যান অনুমোদন, ভাঙ্গা-কুয়াকাটায় রেলপথ নির্মাণ, ভোলার গ্যাস বরিশালে সরবরাহ, কর্মসংস্থান সৃষ্টিতে কল-কারখানা নির্মাণ, ব্যবসা ও বাণিজ্যে উদ্যোক্তাদের সহায়তাসহ নানাবিধ সমস্যা তুলে ধরেন।
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]