বাংলাদেশের রফতানি আয়ের প্রবৃদ্ধি অব্যাহত রয়েছে। সদ্যবিদায়ী জানুয়ারি মাসে দেশে পণ্য রফতানি থেকে আয় হয়েছে ৪৪৩ কোটি ৬০ লাখ মার্কিন ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ৫.৭০% বেশি। সোমবার (৩ ফেব্রুয়ারি) রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
২০২৪ সালের জানুয়ারিতে রফতানি আয় ছিল ৪১৯ কোটি ৬৯ লাখ ডলার। চলতি বছরের জানুয়ারিতে তৈরি পোশাক খাতের রফতানি আয় ৩৬৬ কোটি ৪৩ লাখ ডলারে পৌঁছেছে, যা আগের বছরের তুলনায় ৫.৫৭% বেশি। এর মধ্যে নিটওয়্যার থেকে আয় হয়েছে ১৮৫ কোটি ২ লাখ ডলার (৬.৬২% বৃদ্ধি) এবং ওভেন পোশাক রফতানি হয়েছে ১৮১ কোটি ৪০ লাখ ডলার (৪.৫২% বৃদ্ধি)।
চলতি ২০২৪-২৫ অর্থবছরের জুলাই-জানুয়ারি মেয়াদে মোট রফতানি আয় দাঁড়িয়েছে ২,৮৯৬ কোটি ৯৫ লাখ মার্কিন ডলারে, যা গত বছরের একই সময়ের তুলনায় ১১.৬৮% বেশি। তৈরি পোশাক, ওষুধ ও চামড়াসহ ২৭ ধরনের পণ্য বিশ্ববাজারে রফতানি হয়েছে।
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]