ভারতের পশ্চিমবঙ্গে এক ব্যক্তি অভিযোগ করেছেন যে, স্ত্রীর কথায় কিডনি বিক্রি করলেও সেই টাকা নিয়ে স্ত্রী প্রেমিকের সঙ্গে পালিয়ে গেছেন। ঘটনাটি হাওড়ার সাঁকরাইল ব্লকের ধুলাগড়ি হাটতলা এলাকায় ঘটে।
পিন্টু বেজ নামে ওই ব্যক্তি জানান, সংসারের অভাব ও মেয়ের ভবিষ্যৎ চিন্তায় স্ত্রী সুপর্ণা বেজ তাকে কিডনি বিক্রি করতে বলেন। স্ত্রীর কথায় রাজি হয়ে তিনি কিডনি বিক্রি করেন এবং ১০ লাখ টাকা পান। কিন্তু কিছুদিন পর তার স্ত্রী হঠাৎ নিখোঁজ হয়ে যান এবং টাকা ও সোনার গহনা নিয়ে পালিয়ে যান।
স্বামী প্রথমে থানায় অভিযোগ করেন এবং পরে হাইকোর্টে হেবিয়াস কর্পাস মামলা দায়ের করেন। তবে তদন্তে জানা যায়, সুপর্ণা নিজেই ঘর ছেড়েছেন এবং বর্তমানে তার প্রেমিকের সঙ্গে ‘স্বামী-স্ত্রীর মতো’ বসবাস করছেন। পুলিশের রিপোর্টের ভিত্তিতে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ মামলাটি খারিজ করে দেয়।
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]