রাজধানীর হাতিরঝিল এলাকায় কিশোর গ্যাংয়ের দুপক্ষের গোলাগুলিতে ৫৫ বছর বয়সী জিলানী এবং ১৭ বছর বয়সী শুভ গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার (১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে হাতিরঝিল থানাধীন ফুলন পুরাবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ জিলানী স্থানীয়ভাবে কলা বিক্রি করতেন। তার ছেলে সাইফুল জানান, রাত সাড়ে ৯টার দিকে হঠাৎ করে দুর্বৃত্তরা গুলি ছোড়ে, যাতে তার বাবা গুলিবিদ্ধ হন। পাশেই থাকা শুভও গুলিবিদ্ধ হয়ে পড়ে। পরে তাদের দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, গুলিবিদ্ধ দুজন বর্তমানে জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]