দেশের আকাশে বৃহস্পতিবার পবিত্র শাবান মাসের চাঁদ দেখা না যাওয়ায় আগামী শনিবার (১ ফেব্রুয়ারি) থেকে শাবান মাস গণনা শুরু হবে। সে হিসেবে ১৪ ফেব্রুয়ারি শুক্রবার দিবাগত রাতে সারাদেশে পবিত্র শবে বরাত পালিত হবে।
জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।
শবে বরাত মুসলমানদের কাছে সৌভাগ্যের রাত হিসেবে পরিচিত। এই রাতে ধর্মপ্রাণ মুসলমানরা আল্লাহর রহমত লাভের আশায় নফল নামাজ, কোরআন তিলাওয়াত ও জিকিরে মগ্ন থাকেন। অতীতের পাপের জন্য ক্ষমা চান এবং ভবিষ্যতের কল্যাণ কামনা করেন।
শবে বরাতকে রমজানের প্রস্তুতির রাতও বলা হয়, কারণ এর পরেই আসে মাহে রমজান।
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]