প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৯, ২০২৫, ২:০৫ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১, ২০২৫, ১০:২৪ এ.এম
বোতলজাত সয়াবিন তেলের সংকট

পটুয়াখালী শহরের বিভিন্ন বাজারে বোতলজাত সয়াবিন তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। হাতেগোনা কয়েকটি দোকানে পাওয়া গেলেও তা চাহিদার তুলনায় খুবই কম।
শুক্রবার (৩১ জানুয়ারি) রাতে শহরের হেতালিয়া বাধঘাট, পুরান বাজার, নতুন বাজার ও পৌর নিউ মার্কেট ঘুরে এমন চিত্র দেখা গেছে। খুচরা বিক্রেতাদের অভিযোগ, কোম্পানিগুলো ইচ্ছাকৃতভাবে তেলের সরবরাহ কমিয়ে দিয়েছে।
বিক্রেতা আরিফ সিকদার জানান, কোম্পানিগুলো পর্যাপ্ত তেল দিচ্ছে না, মাঝে মাঝে দু-এক কার্টন সরবরাহ করছে, যা যথেষ্ট নয়।
বসুন্ধরা গ্রুপের পটুয়াখালীর এসআর মো. সাইফুল ইসলাম জানান, গত তিন মাস ধরে সরবরাহ বন্ধ রয়েছে, ফলে অনেক কর্মী চাকরি হারিয়েছেন। কিছু ডিলার নির্দিষ্ট পাইকারদের কাছে তেল দিচ্ছেন, তবে খুচরা বাজারে মিলছে না।
এক ডিলার নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘রমজানের আগে দাম বাড়ানোর কৌশল হিসেবে তেল সরবরাহ কমানো হয়েছে। কিছু ব্যবসায়ীও মজুত করছেন।’
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শাহ সোয়েব মিয়া জানান, কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে কি না, তা তদন্ত করা হবে। নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রির প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]
© ক্রাইম জোন ২৪।। Crime Zone 24