সৌদি আরবে দালাল চক্রের হাতে পাঁচ মাস আটকে থেকে নির্যাতনের শিকার হয়েছেন বরগুনার আমতলীর দুই ভাই। পরে দেড় লাখ টাকা মুক্তিপণ দিয়ে এক ভাই দেশে ফিরলেও অন্যজন এখনও পালিয়ে বেড়াচ্ছেন।
ভুক্তভোগী সাইদুল গাজী জানান, তিনি ও তার ফুফাতো ভাই মামুন হাওলাদার আট লাখ টাকা চুক্তিতে সৌদি আরবে গিয়েছিলেন। কিন্তু সেখানে পৌঁছানোর পর তাদের একটি বন্ধ ঘরে আটকে রেখে দালাল চক্রের সদস্যরা নির্যাতন চালান এবং মুক্তিপণ দাবি করেন।
এরপর তাদের মরুভূমির একটি বন্ধ মুরগির ফার্মে নিয়ে আটকে রাখা হয়। দালালচক্রের সদস্যরা সাইদুল ও মামুনের ওপর অমানুষিক নির্যাতন চালিয়ে মুক্তিপণ আদায় করেন। পরে সাইদুল দেশে ফিরলেও মামুন এখনও পালিয়ে বেড়াচ্ছেন বলে জানা গেছে।
এ ঘটনায় দালাল রুবেল হাওলাদারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, যিনি ঘটনাটি ধামাচাপা দিতে ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন।
এ বিষয়ে প্রশাসনের কোনো মন্তব্য পাওয়া যায়নি।
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]