বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। তবে পাত্রীর নাম-পরিচয় এখনও প্রকাশ করা হয়নি।
৩১ জানুয়ারি, শুক্রবার তিনি বিয়ে করেন।
এ বিষয়ে একটি ফেসবুক পোস্টে মন্তব্য করেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি পোস্টে লিখেছেন, “নবজীবনে পদার্পণে অভিনন্দন সার্জিস ভাই। বিবাহিত জীবন সুখের হোক।”
এছাড়া পোস্টে তিনি একটি ছবি শেয়ার করেছেন, যেখানে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম, উপদেষ্টা মাহফুজ আলম এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহকেও দেখা গেছে।
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]