বরগুনার বেতাগী উপজেলায় পল্লী বিদ্যুতের লাইনের গাছের ডাল কাটা নিয়ে বিরোধের জেরে পল্লী বিদ্যুৎ কর্মী বারেক হাওলাদারকে মারধর করে আহত করা হয়েছে। অভিযুক্তের মধ্যে বেতাগী সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য তাজুল ইসলামের নাম উঠে এসেছে।
গত বুধবার (২২ জানুয়ারি) বিকেলে ঘটনাটি ঘটে। বারেক হাওলাদার ও তার দলের সদস্যরা পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির নির্দেশনায় গাছের ডাল কেটে ঝুঁকি কমানোর কাজ করছিলেন। সেই সময় ইউপি সদস্য তাজুল ইসলামের বাড়ির কাছে গাছের ডাল কাটার ঘটনায় ইউপি সদস্যের মা বাধা দেন, যা পরবর্তীতে মারধরের ঘটনা হয়ে দাঁড়ায়।
বারেক হাওলাদারকে গুরুতর আহত অবস্থায় বেতাগী হাসপাতালে ভর্তি করা হয়েছে। শরীরে লাঠির আঘাতের চিহ্ন রয়েছে। আহত অবস্থায় বারেক বলেন, "আমি কোন অপরাধ করিনি, সঠিক বিচারের দাবি জানাই।"
বেতাগী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান মনির জানান, ঘটনার তদন্ত চলছে এবং যারা জড়িত থাকবেন, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]