ভোলার চরফ্যাশন উপজেলায় গরু চুরির অভিযোগে স্বেচ্ছাসেবক দলের দুই নেতা ও আরও দুইজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয়রা। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
অভিযুক্তরা হলেন আছলামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ আলী, যুগ্ম আহ্বায়ক মো. জাকির হোসেন, এবং মো. ইসমাইল ও মো. দুলাল।
স্থানীয়রা জানান, উপজেলার আছলামপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে গরু চুরি করে বিক্রির অভিযোগে তাদের আটক করা হয়। পরে গণধোলাইয়ের পর পুলিশে সোপর্দ করা হয়।
গরুর মালিক মো. ইয়াছিন জানান, তিনি স্থানীয় আবুল কাশেমের কাছে বর্গা হিসেবে একটি গরু দিয়েছিলেন। ২২ দিন আগে সেটি চুরি হয়ে যায়। পরে গোপন সূত্রে জানতে পারেন, গরুটি মোহাম্মদ আলীর বাড়িতে রয়েছে।
তদন্তে বেরিয়ে আসে, জাকির হোসেন তার শ্বশুরবাড়ি থেকে গরুটি চুরি করে কম দামে আলীর কাছে বিক্রি করেন। পরে আলী সেটি ৪০ হাজার টাকায় কিনে নেন।
এ ঘটনায় বৃহস্পতিবার রাতে গরুর মালিক ইয়াছিন থানায় মামলা করেন। শুক্রবার সকালে তিনজনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
চরফ্যাশন থানার ওসি মো. মিজানুর রহমান হাওলাদার জানান, মামলার ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]