দীর্ঘ দেড় দশক পর বরিশাল বিভাগে সাংগঠনিক কাঠামো পুনর্গঠনের মাধ্যমে বিএনপির পুনর্জাগরণের উদ্যোগ নেওয়া হয়েছে। গণ-অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের ছয় মাস পর এ কার্যক্রম শুরু করেছে দলটি। ছাত্রদলের সাবেক পাঁচ কেন্দ্রীয় নেতাকে এ অঞ্চলের সাংগঠনিক পুনর্গঠনের দায়িত্ব দেওয়া হয়েছে।
নেতারা জানান, দলের অভ্যন্তরে গণতন্ত্রের চর্চা ও তরুণ নেতৃত্ব প্রতিষ্ঠাই এই পুনর্গঠনের মূল লক্ষ্য। এবার ওয়ার্ড থেকে জেলা পর্যন্ত প্রতিটি কমিটি সরাসরি ভোটের মাধ্যমে গঠন করা হবে, যা তৃণমূল পর্যায়ে দলীয় কর্মীদের সক্রিয় করবে।
দলীয় সূত্র জানায়, বরিশাল বিভাগের আট সাংগঠনিক জেলায় সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে। বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু ও বিভাগের সহসাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমানের স্বাক্ষরিত চিঠিতে এ ঘোষণা আসে।
বিএনপির কেন্দ্রীয় নেতা কাজী রওনাকুল ইসলাম বলেন, “দলের অভ্যন্তরীণ গণতন্ত্র নিশ্চিত করতেই তারেক রহমান আমাদের ওপর এই দায়িত্ব দিয়েছেন। এই চ্যালেঞ্জ মোকাবিলা করে আমরা সফল হবো।”
তবে বরিশাল অঞ্চলের জ্যেষ্ঠ নেতাদের একটি অংশ এ পদ্ধতিতে অসন্তুষ্ট। তাঁদের মতে, তরুণ নেতাদের অভিজ্ঞতার অভাব রয়েছে, যা ভবিষ্যতে চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।
বিএনপির বরিশাল অঞ্চলের শীর্ষ নেতা মজিবর রহমান সরোয়ার নতুন এই উদ্যোগকে ইতিবাচক বলে উল্লেখ করেন। তিনি বলেন, “ভোটের মাধ্যমে কমিটি গঠন দলীয় গণতন্ত্রকে আরও শক্তিশালী করবে।”
বিএনপির এই পুনর্গঠনের কার্যক্রম নিয়ে আরও বিস্তারিত জানতে ক্রাইম জোন ২৪-এর সঙ্গে থাকুন।
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]