ব্যাটারিচালিত যানবাহনের জন্য ‘থ্রি-হুইলার নীতিমালা ২০২৪’ চূড়ান্ত করে লাইসেন্স প্রদানসহ আট দফা দাবিতে বরিশাল বিআরটিএ কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন শ্রমিকরা।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বেলা ১১টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বরিশাল জেলা ও মহানগর ব্যাটারিচালিত রিকশা-ভ্যান-ইজিবাইক সংগ্রাম পরিষদের উদ্যোগে অশ্বিনী কুমার হলের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে শ্রমিকরা বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান নেন। একই ভবনে বিআরটিএ অফিস থাকায় তারা প্রধান ফটকে অবস্থান কর্মসূচি শুরু করেন।
সংগঠনের সভাপতি দুলাল মল্লিকের সভাপতিত্বে এ কর্মসূচিতে বক্তব্য রাখেন সংগঠক শহিদুল হাওলাদার, বাসদের বরিশাল জেলা সমন্বয়ক ডা. মনীষা চক্রবর্ত্তী, রিকশা ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক শহিদুল শেখসহ অনেকে।
বক্তারা বলেন, দেশে প্রায় ৫০ লাখ চালক পরিবার ব্যাটারিচালিত থ্রি-হুইলার ও সমজাতীয় যানবাহনের ওপর নির্ভরশীল। এই খাত বিপুল কর্মসংস্থান সৃষ্টি করেছে এবং দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নগর পরিবহন না থাকায় কোটি মানুষ ব্যাটারিচালিত যানবাহন ব্যবহার করছে।
তারা দ্রুত ‘থ্রি-হুইলার নীতিমালা ২০২৪’ চূড়ান্ত করে ৫০ লাখ ব্যাটারিচালিত বাহনের নিবন্ধন ও চালকদের লাইসেন্স প্রদানের মাধ্যমে এই যানবাহনের বৈধতা নিশ্চিতের দাবি জানান।
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]